Khoborerchokh logo

রাজধানীর নয়াবাজারে পুলিশের ব্যক্তিগত পিকআপ ভ্যান থেকে ইয়াবা উদ্ধার 309 0

Khoborerchokh logo

পুলিশের ব্যক্তিগত পিকআপ ভ্যান থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার

 পুলিশ গাড়ির চালক মেহেদী হাসানকে (১৮) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টায় বাবুবাজার ব্রিজের ঢালে ঢাকা মেট্রো ন-১৭-৬৬৪৭ নম্বরের একটি পিকআপ ভ্যানকে সিগন্যাল দেয় ট্রাফিক কনস্টেবল একরাম। এ সময় সিগন্যাল অমান্য করে পিকআপটি দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চালক মেহেদীসহ গাড়িটি আটক করা হয়। কাগজপত্র দেখতে চাইলে সে গড়িমসি করে। পরে তাকে তল্লাশি করে একটি প্যাকেটের ভেতর থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। মেহেদীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দায়। সে খিলতে থানার পেছনে একটি বাড়িতে ভাড়া থাকে। মেহেদি জানায়, গাড়িটির মালিক খিলক্ষেত থানায় কর্মরত কনস্টেবল রফিক। ইয়াবাসহ তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করেন ট্রাফিক দক্ষিণ কোতোয়ালি জোনের টিআই মঞ্জুরুল ইসলাম মঞ্জু। চালকের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে বলে জানা গেছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com